টানা পাঁচদিন বাংলায় কোভিডে (Covid-19) মৃত্যুসংখ্যা শূন্য । কোভিড আবহে যা অনেকটাই স্বস্তির । রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৪ জন । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২০২ জন ।
রবিবারের রিপোর্ট বলছে, রাজ্যে কোভিড থেকে সুস্থ (Recovery)হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৫ হাজার ২৮৯ জন । কোভিডে মোট মৃত্যু (Covid Death) হয়েছে ২১ হাজার ১৯৭ জনের । গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১৪ হাজার ৮৮ জন ।
আরও পড়ুন, India Covid update: দেশে একদিনে কোভিড আক্রান্ত ১৪২১ জন, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৪৯
হোম আইসোলেশনে রয়েছেন ৬৪৯ জন করোনা রোগী । অন্যদিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৬৭ জন । গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৪৬২ জন ।