রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত (Covid Cases) হয়েছেন ৫৯ জন । যা মঙ্গলবারের তুলনায় সামান্য কম । ২৪ ঘণ্টায় কোভিডে একজনেরও মৃত্যু (Covid Death)হয়নি । এখনও পর্যন্ত রাজ্যে কোভিড থেকে সুস্থ (Recovery) হয়ে উঠেছেন ১৯ লাখ ৯৪ হাজার ৯৭৪ জন ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৭৬ জন । মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা (Corona Test)করিয়েছেন ১৭ হাজার ৪৮২ জন ।
আরও পড়ুন, Covid Restriction: ৩১ মার্চের পর থাকছে না কোনও কোভিড বিধি, থাকছে মাস্ক- সোশ্যাল ডিসট্যান্সিং
গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৭৪৬ জন । রাজ্যে এখনও পর্যন্ত প্রিকশন ডোজ নিয়েছেন ১৭ লাখ ৫৯ হাজার ৪৮৫ জন । হোম আইসোলেশনে রয়েছেন ৭২৫ ।