ঔপনিবেশিক ‘রীতি’ ভাঙতেই রাজভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকারের ঘোষণা। রাজভবনের চাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন রাষ্ট্রপতি। রাজ্যপাল সিভি আনন্দ জানিয়েছেন, এখন থেকে রাজভবন ‘জন রাজভবন’। খুব শীঘ্রই বাংলার রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’।
দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সোমবার রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে হাজির ছিলেন মমতা। সেই সময়েই মুখ্যমন্ত্রীর হাতে রাজবভনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাজভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খোলা।