কলকাতা পুরসভার ভোট পরিচালনা এবং ভোট গণনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। তাই আগামী ২২ জানুয়ারু চার পুরনিগমের ভোটের দায়িত্বও রাজ্য পুলিশের (West Bengal Police) উপরেই দেওয়া হল। আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর – এই চার পুরসভার ভোট হবে রাজ্য পুলিশ দিয়ে। প্রতিটি বুথে থাকবে সশস্ত্র পুলিশ।
চার পুরনিগমের নির্বাচনে মোট ৫ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট প্রচারে কোভিড বিধি মানে হচ্ছে কী না, তাই-ই খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা।
বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই লাফিয়ে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আনা ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কমিশন। ভিন রাজ্য থেকে নিরাপত্তারপক্ষীদের না এনে তাই রাজ্য পুলিশের উপরই তাই ভরসা রাখছে কমিশন।