কবে হবে রাজ্য়ে পঞ্চায়েত ভোট ? পুজোর আগে তার দিনক্ষণ ঠিক হয়তো একটু তাড়াতাড়ি হবে। কিন্তু তৃণমূলের গত কয়েকটি জনসভা থেকে যা ইঙ্গিত মিলছিল, তাতে মনে করা হচ্ছিল এই বছরের শেষেই হয়তো হতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোট। কারণ, রাজ্যের পঞ্চায়েত স্তরে দুর্নীতি নির্মূলে যেমন কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন। তেমনই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে চুরি করলে কোনও রকম ক্ষমা করা হবে না।
এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতেই এই বছরের শেষ ভোট হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে আগামী বছরের গোড়ায়। কমিশনের দাবি, এর পিছনে আছে কিছু আইনগত কারণ। এখন আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ চলছে। তা শেষ হবে সেপ্টেম্বরে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কিছু বলা হয়নি।
সূচি বলছে, আগামী বছর এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে সরকারের কেউ কেউ ভোট এগিয়ে আসবে বলে ইঙ্গিত দেন। ডিসেম্বরে ভোট করানো হতে পারে বলেও শোনা যায়। কমিশন সূত্রে খবর, সেই সম্ভাবনা কার্যত নেই। নিয়ম অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের ন্যূনতম ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর নির্বাচন করা যেতে পারে। ফলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে ডিসেম্বর হয়ে যাবে। এ ছাড়া আরও বাড়তি কিছু সময় প্রয়োজন। তাই এই সময় ভোট করানো কার্যত অসম্ভব বলেই দাবি রাজনৈতিক মহলের।
রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মত, জনসংখ্যা ৪৫০০-এর কম হলে এক জন, ন’হাজারের কম হলে দু’জন এবং তার বেশি হলে তিন জন পঞ্চায়েত সমিতির সদস্য থাকবে। অন্য দিকে, জেলা পরিষদের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে, ব্লক পিছু ৬০ হাজার জনসংখ্যার জন্য থাকবেন এক জন সদস্য।