কড়া নিরাপত্তার আবহে রাজ্যের (West Bengal) ২০টি জেলার ১০৮টি পুরসভায়(Civic Poll) ভোটগ্রহণ শুরু হল। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ (Municipal Election)। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
কলকাতা (Kolkata) পুরসভার নির্বাচনের পর শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল এবং চন্দননগরের পুরভোটেও বিপুল জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। ১০৮ পুরসভার নির্বাচনেও তারা একাধিপত্য বজায় রাখতে পারবে কি না, জবাব মিলবে ২ মার্চ।