বিয়ের রেজিস্ট্রির জন্য দেওয়া আধার কার্ডের নম্বর ও বায়োমেট্রিক তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন গোপন তথ্য চুরি করার অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। এবং সেই তথ্য তথ্য ব্যবহার করে অপকর্মও করছে তারা। আর সেকারণেই এই সিদ্ধান্ত নিয়ে আইন দফতর।
কেন এই সিদ্ধান্ত?
গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় তথ্য চুরির খবর প্রকাশ্যে এসেছে। তারপরেই এই বিষয়ে কড়া পদক্ষেপ হিসেবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিয়ের রেজিস্ট্রির জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যেখানে অনলাইনে আবেদন করতে পারতেন পাত্র ও পাত্রীরা। আবেদনের সঙ্গে আধার কার্ডের নম্বর ও আঙুলের ছাপ আপলোড করতে হতো। যা নির্দিষ্ট সার্ভারে থাকত। ওই সার্ভারও হ্যাক করে তথ্য চুরির অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে।
এরাজ্যের অনেক জায়গাতেই তথ্য চুরি করে টাকা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা যাতে ফের না ঘটে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।