ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য তা জানতে চাইল কেন্দ্র। মঙ্গলবার এই সব তথ্য অনলাইনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে। এই প্রেক্ষিতে কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল ও জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর (Health Department)। শুধু তথ্য নয়। ভিডিও কনফারেন্সে কোভিড হাসপাতালগুলির ব্য়বস্থাপনাও খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রের তরফে সব রাজ্যকে একটি অ্যাডভাইসরি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জেলার করোনা সংক্রান্ত সব তথ্য পাঠাবেন ওই জেলার জেলাশাসক। মূলত করোনা হাসপাতালগুলির পরিকাঠামো যাচাই করার জন্যই এই অ্যাডভাইসরি পাঠানো হয়েছে।
আরও পড়ুন- গঙ্গাসাগরের আগে করোনা নিয়ে সতর্কতা, নাগা সন্ন্যাসীদের করোনা পরীক্ষা করবে পুরসভা
আর কী কী জানতে চাওয়া হয়েছে এই অ্যাডভাইসরিতে?
লোকালয় থেকে করোনা হাসপাতালের দুরত্ব কতটা?
করোনা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা কতগুলি?
অক্সিজেন সার্পোট আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা কত?
হাসপাতালে আইসিইউ, সিসিইউ শয্যা এবং ভেন্টিলেটরের সংখ্যা কত?
হাসপাতালগুলিতে কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সংখ্যা কত ?
নন কোভিড চিকিৎসক ও নার্সের সংখ্যা কত?
উপরক্ত তথ্যগুলি সব রাজ্যকে অনলাইন মারফত জমা দিতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে।