চলতি বছর থেকে পালিত হবে রাজ্যের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আর তারজন্য প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, নববর্ষের দিন বিকালে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে ওই অনুষ্ঠানটি হবে।
কে কে উপস্থিত থাকবেন?
রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। আদর্শ নির্বাচন বিধি লাগু থাকায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকার এই অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশনারের কাছে অনুমতি চেয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে বেশ কিছু শর্ত আরোপ করে অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবেই যেন আদর্শ আচরণবিধিও ভঙ্গ না হয়।