এবার সরকারের উদ্যোগেই খুলছে মদের দোকান। রাজ্য সরকার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মদের খুচরো দোকান খুলবে বলেই খবর। আপাতত পাহাড়ের এই তিন জেলায় খুলছে মদের রিটেল শপ। ইতিমধ্যে নির্দেশিকাও জারি করেছে সরকার। তার ফ্র্যাঞ্চাইজি খুঁজতে ই-টেন্ডার ডাকা হয়েছে সরকারের তরফে। এই সিদ্ধান্ত লাভের মুখ দেখলে পরবর্তীতে রাজ্যের অন্যান্য প্রান্তেও দোকান খোলা হবে বলেও খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে, দার্জিলিংয়ে ৪২টি, কালিম্পংয়ে ১৯টি এবং আলিপুরদুয়ারে ৩১টি মদের দোকান খোলা হবে। উল্লেখ্য, BEV Co নামক এক সংস্থা খুলে মদের ব্যবসা শুরু করে তৃণমূল সরকার। ওই সংস্থার মাধ্যমে মদ কিনে বিভিন্ন দোকানে পাঠানো হত। এবার সেই পাইকারি ব্যবসার পাশাপাশি, খুচরো দোকান খুলতে চলেছে নবান্ন।
রাজ্যের এই সিদ্ধান্তের চরম বিরোধিতায় বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, "দুয়ারে সরকার বলে আসলে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। মানুষ বুঝতে পারছেন, এই সরকার বাংলাকে ধ্বংস করছে।"
আরও পড়ুন- ECI on Panchayet Election 2023: পঞ্চায়েত ভোটের আগে খসড়া তালিকা থেকে বাদ রাজ্যের প্রায় ৩ লক্ষ মানুষ
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, "রাজ্য সরকার চাইছে মদ আরও বাড়াও। যুব সমাজকে ডুবিয়ে দাও। যাতে চাকরি না চায়।"