এবার মিড-ডে মিলে মুরগির মাংসের স্বাদ পাবে রাজ্যের পড়ুয়ারা। স্কুলের মিড-ডে মিলে ডাল-ভাত-তরকারির পাশাপাশি জায়গা পাচ্ছে মুরগির মাংসও। চলতি জানুয়ারি মাস থেকেই মিড-ডে মিল নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। আগামী এপ্রিল পর্যন্ত মিড-ডে মিলে এই নতুন পদ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি খাবার পর দেওয়া হবে ফলও। ইতিমধ্যেই মুরগির মাংস, ফল মিলিয়ে মিড-ডে মিল খাতে ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। হিসেব বলছে, এর জেরে প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবারই মিড-ডে মিল নিয়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- Calcutta High Court: আরও ৫৯ জনের চাকরি বাতিল প্রাথমিকে, বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের কথায়, মিড-ডে মিলের ক্ষেত্রে এই বরাদ্দ বাড়ানোয় রাজ্যের মানুষ খুশি হবেন। কিন্তু কেন বেছে বেছে পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বরাদ্দ বাড়ানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। অন্যদিকে, বিজেপির প্রশ্ন, সারাবছর কাজ করে থাকলে পঞ্চায়েতের আগে মাংস-ভাত খাওয়ানোর কী দরকার পড়ল। ফল খাওয়ানোরই বা কী দরকার, প্রশ্ন রাহুল সিনহার।