Liquor Price: রাজ্যে কতটা দাম বাড়তে পারে মদের? স্টক পূরণে ভিড় দোকানে দোকানে 

Updated : Aug 04, 2024 15:28
|
Editorji News Desk

রাজ্যে মদের দাম বাড়তে পারে। এমনই জল্পনা তৈরি হয়েছে কয়েকদিন ধরে। যদিও সরকারিভাবে এখনও এবিষয়ে কিছু জানা যায়নি। এরই মধ্যে একাধিক মদের দোকানে ভিড় জমাতে শুরু করেছেন সুরাপ্রেমীরা। দাম বাড়ার আগেই নিজেদের পছন্দের পানীয়র স্টক বাড়িয়ে নিচ্ছেন তাঁরা। 

সরকারি দামের তালিকা এখনও প্রকাশ না হলেও মদের দোকানদাররা মনে করছেন প্রতিটি মদের দাম ৩ থেকে ৭ শতাংশ বাড়তে পারে। এছাড়াও বিয়ারের দাম প্রতি বোতলে ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা।

সূত্রের খবর ইতিমধ্যে মদের দোকানদারদের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার। সেখানে মদের দাম বৃদ্ধি নিয়ে জানানো হয়েছে। এছাড়াও মদ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে বিভিন্ন নথি চাওয়া হয়েছিল নবান্নের তরফে। তার ভিত্তিতেও মনে করা হচ্ছে রাজ্যে মদের দাম বাড়তে চলেছে। 

কেন দাম বৃদ্ধির সিদ্ধান্ত? 
যেহেতু রাজ্য সরকার এবিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি সেকারণে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে বাংলা সংবাদমাধ্যমে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবগারি দফতরের কর্তাদের একাংশের বক্তব্য, ২০২৩-২৪ অর্থবর্ষে আবগারি খাতে রাজ্যের আয় ছিল ১৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষে ২২ হাজার কোটি টাকা আয় হবে বলে ধারণা করা হলেও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২৫ হাজার কোটি টাকা। 

দোকানে ভিড় কেন? 
দাম বাড়ার আগেই অনেকে মদ স্টক করতে চাইছেন। যদিও এতে কালোবাজারি হতে পারে বলে একাংশের ধারণা। তবে দোকানদাররা মনে করছেন, দোকান থেকে কালোবাজারির সম্ভাবনা একদমই নেই। কারণ প্রিন্টেড দামেই বিক্রি করতে হবে। অন্যদিকে বাইরে থেকে কালোবাজারির সম্ভাবনা কম। কারণ বেশিরভাগ সুরাপ্রেমী এখন দোকান থেকেই মদ কেনেন।  

LIQUOR SHOP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর