পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের 'দুয়ারে সরকার' শিবির। এপ্রিল মাসের শুরু থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বসতে চলেছে 'দুয়ারে সরকার'। ইতিমধ্যেই এই শিবিরের প্রচারের জন্য তৎপরতা শুরু হয়েছে নবান্নে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি এই শিবিরের ব্যাপক প্রচারের লক্ষ্যে ডিজিটাল টিম গঠনের কাজ শুরু হয়েছে। শিবিরের দিনক্ষণ সম্পর্কে যাতে রাজ্যবাসী অবগত হতে পারেন, তার জন্য তৃণমূল স্তর থেকে কাজ শুরু করতে চাইছে নবান্ন। শিবিরে এসে মানুষ কোনও সমস্যার সম্মুখীন হলে, যাতে দ্রুত সমাধান পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে আধিকারিকদের।
নবান্ন সূত্রে খবর, ২০ দিনের এই শিবিরে মানুষের মন পেতে বদ্ধপরিকর রাজ্য সরকার। জমা পড়া সমস্ত আবেদন দিনের দিনই এন্ট্রি করার নির্দেশ পেয়েছেন আধিকারিকরা। প্রতিটি ব্লক ও জেলা স্তরে কন্ট্রোল রুম খুলে প্রত্যেক উপভোক্তাকে ফোন মারফত পরিষেবার বিষয়ে অবগত করা হবে। আবেদন বাতিল হওয়ার কারণও জানানো হবে উপভোক্তাদের। পাশাপাশি, কন্ট্রোল রুমগুলিতে অন্তত তিনটি ফোন লাইন রাখার কথাও বলা হয়েছে।