কামদুনি গণধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল রাজ্য। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।
২০১৩ সালে এক কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়। নিম্ন আদালতে ওই মামলায় ২ দোষীকে ফাঁসির সাজা দেওয়া হয়। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে দেয়। এবং যাঁদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য।
বিচারপতি গভাইয়ের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হয়। তবে কোনও নির্দেশ দেওয়ার আগে সব পক্ষের বক্তব্য শুনতে চায় আদালত।