রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Braty Basu)। সোমবার দুপুরে বিকাশ ভবনে বৈঠক হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের সচিব, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
এদিকে, সোমবার বিকেলে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শিক্ষামন্ত্রীর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তাদের মতে বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয় ছাড়াও, আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, শিক্ষা দফতরে আধিকারিক পর্যায়ের রদবদল নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
Sanjay Raut: বাড়িতে তল্লাশির পর সঞ্জয় রাউতকে হেফাজতে নিল ইডি
রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক বার অভিযোগ করেছে প্রায় ১৮ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও, আইনি জটিলতার জেরে নিয়োগ করা সম্ভব হচ্ছে না। যদিও সেই প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এই সব শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। দ্রুত নিয়োগ করা হোক।
উল্লেখ্য়, রাজ্য রাজনীতি এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সরগরম। ইতিমধ্যে ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত আন্দোলনরত এসএসসি-উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই বৈঠকে ব্রাত্য বসুও ছিলেন।
শিক্ষা দফতর সূত্রের খবর, সোমবার শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে মূলত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। কারণ, ওই পদগুলিতে দীর্ঘ দিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এ ছাড়া রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ নিয়েও আলোচনা হতে পারে। ওই দুই বিভাগে ১৯ হাজারের বেশি শূন্যপদ রয়েছে।