এপ্রিলের শুরু থেকেই করোনা-কাঁটায় স্ত্রস্ত বাংলা। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। তবে বেশিরভাগ আক্রান্তকেই নিভৃতবাসে রাখা হয়েছে বলে খবর। কিছুজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন। তবে হাসপাতালে ভর্তি রোগীদের মারাত্মক কোনও লক্ষণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে কলকাতার বাসিন্দাদের জন্য একটু হলেও চিন্তা বেড়েছে। কারণ বর্তমানে করোনা আক্রান্তের ৪০ শতাংশই শহরের বাসিন্দা বলে খবর।
অন্যদিকে, রাজ্যের পাশাপাশি দেশেও মাথাচাড়া দিয়েছে কোভিড। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছে। এর মধ্যেই মহারাষ্ট্রের সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। যার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন- West Bengal Weather Update: বৃষ্টি এখন অতীত, রোদ ঝলমলে আকাশে বাড়বে তাপমাত্রা, গরমে কাহিল আমজনতা