শনিবার রাজ্যে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ (Daily Covid Graph) । রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Cases) হয়েছেন ৬৭২ জন । মৃত্যু হয়েছে ২৫ জনের । রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৩,৪৮৪ ।
কলকাতায় (Kolkata) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন । মৃত্যু হয়েছে ৬ জনের । উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন । মৃত্যু হয়েছে ২ জনের । নদিয়া, মালদা, বাঁকুড়াতে বাড়ছে সংক্রমণ ।
আরও পড়ুন, Britain: দীর্ঘ ২ বছর পর করোনা নিষেধাজ্ঞা শিথিল ব্রিটেনে
রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৩৪৭ জন । রাজ্যে সংক্রমণের হার (Daily Positivity Rate) কমে হয়েছে ১.৬৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪০,৮৪৮ জন।