রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) ৯৮ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের । রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ১৯২ জন ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ২১,১৮৪ জনের । সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ । এখনও পর্যন্ত কোভিড পরীক্ষা করিয়েছেন ২৪ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৫৩৭ জন ।
আরও পড়ুন, Indian railways : ফের ট্রেনে দেওয়া হবে বালিশ-কম্বল, ফিরছে পুরানো ব্যবস্থা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৯৩ হাজার ৪৬৪ জন । এখনও পর্যন্ত রাজ্যে প্রিকশন ডোজ নিয়েছেন ১৬ লক্ষ ৭৭ হাজার ১২২ জন । বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে সংক্রমণের হার ০.৪৬ শতাংশ ।