রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন শুরু হতেই বিভিন্ন জেলায় উত্তেজনা, বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটল। এর পাশাপাশি, নদিয়ার কৃষ্ণনগরে(Krishnagar Municipality) ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গেছে, মৃত লক্ষীকান্ত সাহা ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে, ভোট শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার(Rajpur-Sonarpur Municipality) ১৭ নং ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাজপুর বিদ্যানিধি হাইস্কুলের(Rajpur Bidyanidhi High School) তিনটি বুথে ইভিএম ভাঙচুরের(EVM vandalised) ঘটনা ঘটে। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম-কংগ্রেসের(Left-Cong) পোলিং এজেন্টরা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করে তাঁদের বাইরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। দক্ষিণ দমদম পুরসভার(South Dumdum Municipality) ২২ নং ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থী(CPIM Candidate) অস্মিতা করের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের(TMC) বিরুদ্ধে। পুলিশের সামনেই রীতিমতো হুমকি দিতে দেখা যায় তৃণমূল(TMC) কর্মী-সমর্থকদের।
একই ছবি বহরমপুর পুরসভার(Berhampore Municipality) বিভিন্ন ওয়ার্ডে। বিভিন্ন ওয়ার্ডে পোলিং এজেন্ট বসাতে রীতিমতো কালঘাম ছুটে যায় কংগ্রেসের(Congress)। মহিলা এজেন্টদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোটগ্রহণকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে(TMC)। ঘটনার খবর পেয়ে এলাকায় যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। শেষপর্যন্ত আক্রান্ত পোলিং এজেন্টদের উদ্ধার করে বসানো হয় বিভিন্ন বুথে বুথে। বসিরহাটের(Basirhat Municipality) ১৪ নং ওয়ার্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ(Agitation) দেখায় বিজেপি(BJP)। অভিযোগ, বসিরহাট পুরসভার বুথে বুথে ব্যাপক রিগিং করছে শাসক দল(TMC)।
আরও পড়ুন- West Bengal Municipal Election: সোনারপুরে ইভিএম ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাম-কংগ্রেসের
শুধু তাই নয়, উত্তর বারাকপুর পুরসভার(North Dumdum Municipality) দীর্ঘদিনের কাউন্সিলর তথা বর্তমানে ২৩ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী(Independent Candidate) দেবাশিস দে আক্রান্ত হন একদল তৃণমূল(TMC) কর্মী-সমর্থকদের হাতে। পুলিশের(Police) সামনেই রীতিমতো মারতে মারতে তাঁকে বের করে দেওয়া হয় বুথ থেকে।
সবমিলিয়ে, ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েকঘন্টা যেতে না যেতেই রীতিমতো উত্তপ্ত বাংলার ভোট ময়দান। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিরোধীদের অভিযোগ শাসকদল তৃণমূলের(TMC) বিরুদ্ধে।