কর্নাটকে কংগ্রেসের জয়, অক্সিজেন দিল বাংলাকে। শনিবার সকাল থেকে ফল প্রকাশের পরেই শিলিগুড়িতে পথে নামেন কংগ্রেস কর্মীরা। আবির খেলে দক্ষিণের রাজ্যের এই জয়কে উদযাপন করেন তারা। শুধু উত্তরবঙ্গ নয়, পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়াতেও উৎসবের মেজাজে কংগ্রেসকর্মীরা। কর্নাটক জয়ের আনন্দে এই জেলায় সকাল থেকেই শুরু হয়ে যায় উৎসব।
এদিন গণনার কয়েক ঘণ্টার মধ্যেই কর্নাটকে ম্যাজিক ফিগার পেরিয়ে যায় কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে বুথ ফেরত সমীক্ষাকে এবার ভুল প্রমাণ করে তারা। ২২৪ আসনের কর্নাটকে ১২২ আসন নিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস। ৬৬টি আসন পেয়েছে বিজেপি। ২২টি আসন জনতা দল সেকুলারের। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে কংগ্রেসের সব জয়ী প্রার্থীকে আনা হয়েছে।
রাজনৈতিক মহলের দাবি, রাজ্যের কৃষক সম্প্রদায়কে সামনে রেখেই ফের ক্ষমতায় ফিরল কংগ্রেস। তাদের দাবি, হাইকম্যান্ডের অনুমতি নিয়েই হয়তো বেঙ্গালুরুর সিংহাসনে বসবেন সিদ্ধারামাইয়া।