West Bengal BJP : নিহত কর্মীদের আত্মীয়দের নিয়ে বিজেপির রাইসিনা হিলস অভিযান, দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে

Updated : Apr 23, 2022 07:51
|
Editorji News Desk

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি (West Bengal BJP) । তাঁদের অভিযোগ, দিন দিন দলীয় কর্মীদের উপর অত্যাচার বেড়ে চলছে বলে অভিযোগ । এবার এই অভিযোগ রাইসিনা হিল পর্যন্ত নিয়ে যেতে তৎপর বিজেপি । বিজেপি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ২৮ এপ্রিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে রাজ্য বিজেপি নেতৃত্ব (West Bengal BJP to meet President Ram Nath Kovind)। সেইসঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় কোনও নেতা । আর তাঁদের সঙ্গে নিহত দলীয় কর্মীদের পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "গত কয়েক বছর ধরেই রাজ্যে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার চলছে । অনেক খুন হয়েছে । আর গত এক বছর ধরে সেই খুনের সংখ্যা আরও বেড়েছে । অনেক কর্মী এখনও ঘরছাড়া । এটা গোটা দেশের জানা দরকার । তাই এই মাসের শেষে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে যাব । সেই দলে স্বজনহারানো পরিবারের প্রতিনিধিত্ব থাকবে ।"

আরও পড়ুন, Viswa Bharati University: ছাত্রের রহস্যমৃত্যুতে উত্তাল বিশ্বভারতী, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভে পরিবার 

ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি আরও বলেন, "এটা এই রাজ্যের সবচেয়ে মর্মান্তিক বিষয় । বিরোধী দলকে সমর্থন করার অপরাধে খুন হতে হওয়ার এমন নজির দেশের ইতিহাসে কমই পাওয়া যাবে । রাজ্যে গণতান্ত্রিক পরিবেশই নেই । " বাংলার এই ছবিকে তুলে ধরতেই তাঁরা রাষ্ট্রপতির কাছে যাবেন বলে জানিয়েছেন ।

২০২১ সালের ২ মে । তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল । আর ওইদিন থেকেই ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি । তাঁদের অভিযোগ, একবছর হতে চলল । কিন্তু, এখনও পর্যন্ত বহু কর্মী বাড়ি ফিরতে পারেননি । গত একবছরে বহু বিজেপি কর্মী খুন হয়েছেন । আগামী ২ মে এক বছর পূর্ণ হওয়ার আগে ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গকে নতুন করে তুলে ধরতে চাইছে রাজ্য বিজেপি । এদিন, কলকাতায় বড় মিছিল করবে বলে ঘোষণা করেছে বিজেপি । তবে তার আগে, রাইসিনা হিলে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি ।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি । হাইকোর্টের নির্দেশেই এই পুরো বিষয়টির তদন্ত করছে সিবিআই । কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ।

West Bengal BJPpost poll violenceBJPRamnath Kovind

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর