West Bengal BJP:বিজেপির অনেক বুথ সভাপতির ‘অস্তিত্ব নেই’, নাড্ডার সফরের আগে অস্বস্তিতে নেতৃত্ব

Updated : Jun 05, 2022 14:33
|
Editorji News Desk

৮ জুন দুই দিনের রাজ্যে সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, দু’দিনের সফরে এসে দলের বুথভিত্তিক রিপোর্ট নেবেন তিনি।

বিজেপির একটা অংশের দাবি, রাজ্যে তাদের অনেক বুথ সভাপতিই নাকি ‘অদৃশ্য’, অর্থাৎ বাস্তবে কোনও অস্তিত্ব নেই। রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, কিছু বুথ সভাপতির কার্যত বাস্তবে অস্তিত্ব নেই, সম্ভবত তালিকায় ভুয়ো নাম ঢোকানো হয়েছিল।  আবার এমন অনেক বুথ সভাপতি আছেন যাঁরা বসে গিয়েছেন। অনেকেই গত বিধানসভা ভোটের পর নিষ্ক্রিয়। কিছু বুথ সভাপতি শাসকদলে যোগ দিয়েছেন। নতুন বুথ কমিটি এখনও তৈরি হয়নি। তাই প্রায় ৭৮ হাজার বুথের মধ্যে আগের কমিটির কতজন সভাপতি বাস্তবে দলে আছেন সেটাও জানা নেই। তাই নাড্ডার রাজ্য সফরে আসার আগে এই বিষয়গুলি নিয়ে দলের রাজ্য নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা।

BJP cencered Dilip Ghosh: তাঁর কথায় সংবাদমাধ্যমে বিতর্ক, দিলীপকে চুপ থাকার নির্দেশ বিজেপির

পঞ্চায়েত ভোটের আর বেশি দেরী নেই। তার আগে নাড্ডার সফর ঘিরে দলের বিভিন্ন মহলে প্রশ্ন, পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করতে তিনি কর্মীদের কী নিদান দেবেন? দলে ভাঙন ঠেকাতে কি পারবেন? এরই মধ্যে নাড্ডার সফরের আগে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রকাশ্যেই বলেছেন, “দলে অনুশাসনের ঘাটতি রয়েছে। তৃণমূলের চর দলে রয়েছে।” দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই বিষয়ে তিনি জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলবেন। সব মিলিয়ে দলের সর্ব ভারতীয় সভাপতির সফরের আগে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব যে মোটেই স্বস্তিতে নেই তা বলাইবাহুল্য।

 

 

BJPWest Bengal BJPJ P Nadda

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর