সেপ্টেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ (Depression) বাংলার আকাশে। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গে (North Bengal)। দক্ষিণবঙ্গেও শনিবার থেকেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আগামী দু-দিন। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকায় বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
Nusrat Jahan: এবার হিন্দি 'বিগ বস'-এর অতিথি হতে চলেছেন নুসরত জাহান, জোর গুঞ্জন টলিউডে
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। ৫ ই সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।