শেষের পথে নভেম্বর। আর দু দিন পরেই ডিসেম্বর। ডিসেম্বর মানেই জাঁকিয়ে ঠান্ডা। কিন্তু রাজ্যে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সেনিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে বেশ কিছুটা দেরিতে ঠান্ডা পড়বে বলে মনে করছে আবহাওয়া অফিস।
জানা গিয়েছে, সোমবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকারণে জাঁকিয়ে শীত আসতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ার তাপমাত্রা সবথেকে কম থাকতে পারে। ওই দুই জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।