উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ গরমের দাপট চলছে। তবে আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।
আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া, হতে পারে কালবৈশাখী (Kalboishakhi)। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শুক্রবারের পরেও বৃষ্টি চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে।
আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।