সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। তবে মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সপ্তাহের শেষ দিনে আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস পাওয়া গেছে। এর পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তিও থাকবে।
জানা গিয়েছে, আগামী সপ্তাহ শুরুর প্রথম দু-তিন দিন আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তাপমাত্রা বদলের সেভাবে কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
রবিবার শহর কলকাতার তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে। শনিবার শহরের তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই।