শ্রাবণ মাস ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখাই নেই। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে চড়া রোদ। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো।
আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং সোমবার পর্যন্ত তার রেশ থাকবে।
তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি পুরো উল্টো। মঙ্গলবার বিকালে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাতের দিকে তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং বুধবার দুপুরের দিকে তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে বেড়ে ৯২ শতাংশ থাকবে।