অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে পারেন কলকাতাবাসী। এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরের দিকে গরম থাকলেও বিকেল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার বিকালে বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে এমনটা নিশ্চয়তা দেননি আবহাওয়াবিদরা। বুধবার সকাল থেকে অস্বস্তিকর গরম থাকবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তবে শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে।
Read More- কাজ হচ্ছে না ঠিক করে, মন্ত্রী-আমলাদের উপর চটে লাল মমতা
তবে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি। যার ফলে এখনই দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।