উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মতো বুধবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারেও। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতি বদল হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার দক্ষিণের ৬টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। পাশাপাশি কলকাতাতেও সকালের দিকে চড়া রোদ থাকলেও বিকালের পর থেকে হাল্কা বৃষ্টি হতে পারে।
কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ইতিমধ্যে একাধিক জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেলি কমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা। অনেক জায়গাতেই এখনও চাষ হয়নি সেভাবে। ফলে ধান সহ বিভিন্ন ফসল উৎপাদনে ঘাটতি দেখা যেতে পারে মনে করা হচ্ছে।