নিম্নচাপের জেরে শনিবার থেকেই মুখভার আকাশের। সোমবারও সারাদিন ধরে চলছে বৃষ্টি। যার জেরে নাজেহাল রাজ্যবাসী। এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী। আগামী মঙ্গল এবং বুধবারেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনকি বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও।
বঙ্গোপসাগরের নিম্নচাপটির শক্তিক্ষয় হলেও সেটি বর্তমানে দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। তবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। নিম্নচাপের কারণে বুধবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সর্বত্রই সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে উপকূলেও। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ সব জায়গাতেই জারি করা হয়েছে সতর্কতা। প্রস্তুত করে রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনি এবং রবিবারে ভারী বৃষ্টির জেরে কার্যত উইকএন্ড ট্রিপে গিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। রবিবার পূর্ণিমা কোটালের কারণে উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র। সোমবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও সতর্কতার কারণে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পাড়েও যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।