বিদ্যুৎ উৎপাদনে সেরার সেরা হল বাংলা (West Bengal) । বিদ্যুৎ মন্ত্রকের তরফে প্রতিবছর বিদ্যুৎ উৎপাদনে সেরা সংস্থার তালিকা প্রকাশ করা হয় । এবারে তাঁদের তালিকার একেবারে প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (WBPDCL) । টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
মুখ্য়মন্ত্রী লেখেন, "ডব্লিউবিপিডিসিএল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক নয়া মাইলফলক তৈরি করেছে। যা রাজ্যের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয় ।" জানা গিয়েছে, দেশের ২০৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম পাঁচেই রয়েছে রাজ্যের তিনটি বিদ্যুৎকেন্দ্র । প্রথমে আছে বক্রেশ্বর বিদ্যুৎকেন্দ্র । তার পরেই আছে সাঁওতালডিহি । পাঁচজনের তালিকায় দ্বিতীয় হয়েছে তাঁরা । পঞ্চম স্থানে রয়েছে রাজ্যের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র।
আরও পড়ুন, School Education Department : পড়ুয়াদের ভবিষ্যৎ চিন্তাই লক্ষ্য, গরমের ছুটির কাজ কী, জানাল শিক্ষা দফতর
কেন্দ্রের তালিকায় বাংলার দুই তাপবিদ্যুৎ কেন্দ্রের পর তৃতীয় স্থানে রয়েছে এনটিপিসির কোরবার তাপবিদ্যুৎ কেন্দ্র । চতুর্থ স্থানে রয়েছে এনটিপিসির বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র।