উইকেন্ড কাটিয়ে সপ্তাহের শুরুতেই মে দিবস। টানা তিনদিন ছুটির মেজাজ কাটতে কাটতেই স্কুলে শুরু গরমের ছুটি। ছুটির মেজাজে দিঘার হোটেলগুলিতে ক্রমেই ভিড় বাড়ছে। বেড়ে গিয়েছে হোটেলের রেটও। তবুও দিঘার সমুদ্রতটে ভিড় চোখে পড়ার মতো। তাই পর্যটন ব্যবসায় লক্ষ্মীলাভ হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।
মেঘলা আকাশ আর কালবৈশাখীর জন্য আবহাওয়াও অনেকটা ঠান্ডা। বৃহস্পতিবার রাত থেকেই পর্যটকরা দিঘায় ভিড় জমাতে শুরু করেন। রবিবার ভিড় ছিল সর্বাধিক। সামনে গরমের ছুটি থাকায় সেই ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে প্রবল গরমে কার্যত খাঁ খাঁ করছিল দিঘা। যে সব পর্যটক এসেছিলেন, তাঁরা বিচের দিকে যাননি। সমুদ্র ছেড়ে অন্য স্থান বেছে নিয়েছিলেন। ইদের সময় থেকেই আবহাওয়া বদলায়। সমুদ্রে পর্যটনও লাফিয়ে বাড়ে।