সোশাল মিডিয়ার (Social Media) অন্তরঙ্গ মুহূর্তের (Intimate Moment) ছবি ডেকে আনতে পারে জীবনে চরম বিপদ। কিছু জিনিস মেনে চললেই বাঁচতে পারবেন সাইবার ক্রাইম (Cyber Crime) থেকে। সোশাল মিডিয়ায় এই নিয়ে সতর্কবার্তা রাজ্য পুলিশের (West Bengal Police)। সচেতনতা মূলক ভিডিও বার্তায় জানানো হয়েছে, "কখনও অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করবেন না।"
ফেসবুক ও টুইটারে একটি ভিডিও বার্তা দেয় রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরিচালকমণ্ডলীর ডেপুটি পুলিশ সুপার বিদিত মণ্ডল (Bidit Mondal) জানান, "আপনার নগ্ন ছবি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না। তিনি আপনার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ হতে পারেন। তবে ভবিষ্যতে আপনাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য এটি ব্যবহার করার আশঙ্কাও রয়েছে।"
আরও পড়ুন: ঝঞ্ঝাই ঝঞ্ঝাট, বড়দিনে শীত কই !
ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় বলেও সচেতন করেছেন তিনি। সম্মান রক্ষার্থে একবার টাকা দিলেও থেমে থাকে না প্রতারণা। ফের চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। এই অপরাধের পোশাকি নাম 'সেক্সটরশন'। এরকম অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগে জানানোর পরামর্শ দেন ডেপুটি পুলিশ সুপার।