পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় । কোথাও ছাপ্পা দেওয়ার অভিযোগ, কোথাও আবার বুথে ভাঙচুরের অভিযোগ উঠেছে । এবার বীরভূমের ময়ূরেশ্বরেও তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । ময়ূরেশ্বরে রাজচন্দ্রপুরের ১৪৭ নং বুথে উত্তেজনা ছড়ায় । বাইকে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এমনকী ব্যালট বাক্স ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ । ওই বুথে ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে খবর । এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।
জানা গিয়েছে, ভোটদান চলাকালীন হঠাৎ করেই বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে ওই বুথে প্রবেশ করে । তারপর প্রিসাইডিং অফিসারদের সামনেই ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে চলে যায় বলে অভিযোগ । পরে সেগুলি কিছু পুকুরের জলে, কিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয় । অন্যদিকে দুটি বাইক ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। বুথটি সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত ছিল । ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে।
পাঁচ বছর আগে রাজ্যে ৩৪ শতাংশ আসন জিতে পঞ্চায়েত ভোট শুরু করেছিল শাসক তৃণমূল । সেই বছর এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছিল প্রায় ৯২ শতাংশ আসনে । জেলা পরিষদও দখল করেছিল তাঁরা । পাঁচ বছর পর রাজ্যে ১২ শতাংশ আসনে ভোট হয়নি । তাতেও বাকি বিরোধীদের থেকে এগিয়ে তৃণমূল-কংগ্রেসই । এই বছর শাসকদলের যতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন তাঁদের মধ্য়ে দ্বিতীয় সর্বোচ্চ এই বীরভূমই ।
অনুব্রতর জেলায় এবারও প্রায় ৩০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তৃণমূল । রাজ্যে অন্যান্য জেলার তুলনায় বাহিনীও রয়েছে বেশি । তারপরেও পঞ্চায়েত ভোটের দিন অশান্তি ঠেকানো গেল না ।