WB Panchayet Election 2023 : বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বন্ধ ভোট প্রক্রিয়া

Updated : Jul 08, 2023 13:56
|
Editorji News Desk

পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় । কোথাও ছাপ্পা দেওয়ার অভিযোগ, কোথাও আবার বুথে ভাঙচুরের অভিযোগ উঠেছে । এবার বীরভূমের ময়ূরেশ্বরেও তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । ময়ূরেশ্বরে রাজচন্দ্রপুরের ১৪৭ নং বুথে উত্তেজনা ছড়ায় । বাইকে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এমনকী ব্যালট বাক্স ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ । ওই বুথে ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে খবর ।  এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । 

জানা গিয়েছে, ভোটদান চলাকালীন হঠাৎ করেই বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে ওই বুথে প্রবেশ করে । তারপর প্রিসাইডিং অফিসারদের সামনেই ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে চলে যায় বলে অভিযোগ । পরে সেগুলি কিছু পুকুরের জলে, কিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয় । অন্যদিকে দুটি বাইক ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। বুথটি সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত ছিল । ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন, Panchayat Election 2023: নজিরবিহীন ঘটনা, গঙ্গারামপুরের ছাপ্পার অভিযোগ, বুথ থেকে সরানোর আবেদন পুলিশকর্মীর
 

পাঁচ বছর আগে রাজ্যে ৩৪ শতাংশ আসন জিতে পঞ্চায়েত ভোট শুরু করেছিল শাসক তৃণমূল । সেই বছর এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছিল প্রায় ৯২ শতাংশ আসনে । জেলা পরিষদও দখল করেছিল তাঁরা । পাঁচ বছর পর রাজ্যে ১২ শতাংশ আসনে ভোট হয়নি । তাতেও বাকি বিরোধীদের থেকে এগিয়ে তৃণমূল-কংগ্রেসই । এই বছর শাসকদলের যতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন তাঁদের মধ্য়ে দ্বিতীয় সর্বোচ্চ এই বীরভূমই । 

অনুব্রতর জেলায় এবারও প্রায় ৩০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তৃণমূল । রাজ্যে অন্যান্য জেলার তুলনায় বাহিনীও রয়েছে বেশি । তারপরেও পঞ্চায়েত ভোটের দিন অশান্তি ঠেকানো গেল না ।

TMC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর