নওদায় বোমাবাজির অভিযোগ । গুরুতর জখম হন দুই কংগ্রেস নেতা । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । মৃতের নাম রমজান আলি । আরেক কংগ্রেস নেতা লিয়াকত আলিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে । নওদার হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে ।
ভোটের সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে । গোলাগুলি-বোমাবাজির অভিযোগ উঠেছে । শুক্রবার রাত থেকে এখনও পর্যন্ত অন্তত ৫ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে শুধু মুর্শিদাবাদেই । কেবল মুর্শিদাবাদ নয়, রাজ্যের একাধিক এলাকায় অশান্তির অভিযোগ আসছে । কমিশনের ১১টার রিপোর্ট অনুযায়ী, পাঁচ জনের মৃত্যু হয়েছে রাজ্যে ।
এদিকে, ভোটের হিংসা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন কালীঘাট অভিযানের ডাক দিলেন৷ বললেন, ‘কালীঘাটের ইট’ খুলে নিতে হবে বাংলার মানুষকে৷ মাত্র দু’টো রাস্তা আছে বাংলার মানুষের কাছে, সে কথাও বললেন তিনি ।