শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল । পাশের হারে মেয়েদের টেক্কা দিয়েছে ছেলেরা । এবছর হাই-মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ । অন্যদিকে আলিম ও ফাজিলে পাশের হার যথাক্রমে ৯০.৬৯ ও ৯১.১৫ শতাংশ । সব মিলিয়ে মেধাতালিকায় রয়েছে ৩৫ জন । মাদ্রাসায় এবার জয়জয়কার মুর্শিদাবাদের । ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনাও ।
হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন মুর্শিদাবাদের আশিক ইকবাল । প্রাপ্ত নম্বর ৭৮০ । দ্বিতীয় নাসির উদ্দিন মোল্লা । তার বাড়িও মুর্শিদাবাদে। প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মালদার মহম্মদ মুক্তাদুর রহমান । প্রাপ্ত নম্বর ৭৭৪। বাড়ি মালদায় । অন্যদিকে, আলিম পরীক্ষায় প্রথম স্থানে উত্তর ২৪ পরগনার মহম্মদ সুজাউদ্দিন লস্কর । প্রাপ্ত নম্বর ৮৪৫ । ৮৪৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে করিমুল ইসলাম মণ্ডল ও আব্দুল হামিল । তৃতীয় মুর্শিদাবাদের আব্দুর রহমান পেয়েছে ৮৩৯ ।
ফাজিলে ৫৬৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার । দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক । প্রাপ্ত নম্বর ৫৫১ । ৫৪৯ পেয়ে তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল । উল্লেখ্য, সাড়ে দশটায় পর্ষদের তরফে ফল প্রকাশ করা হয় । এরপর সাড়ে ১১টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট । ওয়েবসাইটগুলি হল www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com ।