প্রকাশিত হয়েছে উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকা। এই তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোট ১২ জন। তাঁদের মধ্যে রয়েছে নদিয়ার চাকদা বসন্তকুমারী বিদ্যাপীঠের সৌমিলি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৯১। আগামী দিনে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে তার।
মেধা তালিকা অনুযায়ী ৪৯০ নম্বর পেয়ে রাজ্যের ১৪ জন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী সপ্তম হয়েছেন। তাদের মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিরূপ পাল।
৪৮৯ নম্বর পেয়ে মোট ১১ জন পরীক্ষার্থী অষ্টম স্থান অধিকার করেছে। আর তাদের মধ্যে দু'জন রয়েছে হুগলীর। একজন কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী শ্রেষ্ঠা অধিকারী। আর অন্যজন হুগলীর কোকন্দ কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়ী সাহানা।
মেধাতালিকায় দশমের হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী স্বাগতা চক্রবর্তী। তার প্রাপ্ত নম্ব ৪৮৭।