উচ্চমাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ইতিমধ্যেই পর্ষদের তরফে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত ওই নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে সিসিটিভি রাখতে হবে। সিসিটিভি রাখতে হবে সুপারভাইজারের ঘরেও।
এরপর পরীক্ষা শেষে ওই সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে। জানানো হয়েছে, ২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত সব ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে ভেনু সুপারভাইজারের কাছে। প্রয়োজনে ওই ফুটেজ দাখিল করতেও হতে পারে।
আরও পড়ুন - দিল্লিতে শাহি দরবারে শুভেন্দু, ক্যাগের রিপোর্ট নিয়ে তদন্তের দাবি
এছাড়াও সংসদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব সরকারি কর্মচারীদের ছেলে মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাঁরা ছুটির আবেদন করলে তা মঞ্জুর করা হবে। বাবা-মা দু'জনেই রাজ্য সরকারের কর্মী হলে একজনের আবেদন মঞ্জুর করা হবে।