পঞ্চায়েত ভোটের সংঘর্ষে নিহতদের পরিবার সদস্যদের চাকরি। এই প্রস্তাব পাশ করল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গত জুলাইয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার সদস্যদের চাকরির আশ্বাস দেন। সরকারি হিসেব অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের হিংসায় মৃত্যু হয়েছে ১৯ জনের। মুখ্যমন্ত্রী জানান, এই ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল নিয়ে কোনও ভেদাভেদ হবে না।