রাজ্যের মুকুটে যোগ হল নয়া পালক। আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে সুবিধা ভেহিক্যাল ফেসিলিটেশন সিস্টেম। আর তার জন্য কেন্দ্রের তরফে বিশেষ স্বর্ণপদক দেওয়া হল রাজ্যকে।
ইন্দোরে ন্যাশনাল ই-গর্ভন্যান্স কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরাও। তাঁদের হাতে ওই স্বর্ণপদক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং।
মূলত আমদানি ও রপ্তানির জন্য এই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় এই প্রকল্পের উদ্বোধন করেন। এর আগেও অনেকবার সারা দেশের প্রশংসা পেয়েছে এই উদ্য়োগটি। এবারও একইভাবে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশংসিত হল।