পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় এবার হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন । হলফনামায় জানানো হয়েছে, স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে । ইতিমধ্যেই জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া, বুথগুলিতে কড়া নজর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেই বিষয়ে তৎপর রয়েছে কমিশন ।
হলফনামায় কমিশন আরও জানিয়েছে, পুলিশের কাছে সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চেয়েছে কমিশন । বুথে বুথে কড়া নজর রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । কমিশন জানিয়েছে, ওই সিসিটিভি লিঙ্ক থেকে সব ফুটেজ পাওয়া যাবে, যা রেকর্ড ও সংরক্ষণ করে কমিশনের কাছে রাখা হবে ।