টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা-সহ একাধিক সংলগ্ন এলাকা। যার জেরে রীতিমতো দুর্ভোগের শিকার কলকাতা বাসী থেকে নিত্য যাত্রীরা
হলদিরাম থেকে শুরু করে পাতিপুকুর, সল্টলেকে এমনকি কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ে জল জমেছে। গত জুনে বর্ষা এসেছিল বাংলায়। এবার তা এসেছিল সময়ের আগে। কিন্তু বৃষ্টির আসল রূপ কী, তা বৃহস্পতিবারই দেখেছে দক্ষিণবঙ্গ।
কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখে নিন এক নজরে।
পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দমদমে। শনিবার সকাল পর্যন্ত দমদমে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সল্টলেক। সেখানে বৃষ্টি হয়েছে ৮১.১ মিলিমিটার। আলিপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩১.৯ মিলিমিটার।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজারহাট, চিনার পার্ক, বাগুইআটি, কৈখালী মোড়,পাতিপুকুর-সহ কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে। জলমগ্ন থাকার কারণে ভিআইপি রোডে যান চলাচলের গতি কমে গিয়েছে।
বিশেষত নিচু জায়গাগুলি কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে। জল জমেছে কলকাতা বিমান বন্দরের বিমান পার্কিং বে'তে। তবে রানওয়েতে জল জমেনি বলে আপাতত বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে।