‘আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, অন্য কোথাও চল।' ১০৩ বছর বয়স রবীন্দ্র সরোবরের। ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল এই কৃত্রিম জলাশয়। সান্ধ্যকালীন হাঁটা বা মর্নিং ওয়াক, বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া, অথবা কিছুটা সময় লেকের ধরে কাটাতে ভালোই ভিড় জমে এই এলাকায়। কিন্তু চোখের সামনে শুকিয়ে যাচ্ছে সরোবর। ১৯২ একর সরোবরের ৯০ একর জুড়ে শুধুই জল। কিন্তু এই প্রথমবার মাটি বেরিয়ে পড়েছে।
Odisha Train Accident : রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বুধবার, প্রস্তুতি শুরু নবান্ন-র
স্থানীয়দের দাবি, এই দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। কিন্তু কেন কমছে জল? কারণ কি শুধুই তীব্র গরম? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে এই হাল হয়েছে সরোবরের। বছরের পর বছর পলি না সরানোয় গভীরতা কমছে সরোবরের বিশেষজ্ঞদের দাবি এমনটাই।