রাজ্যে এবার ভোটের বলি হলেন খোদ ভোটারই । ভোট দিতে গিয়ে মৃত্যু হল হামজার আলি আল সোনা নামে এক ব্য়ক্তির । যদিও, শাসকদলের দাবি, মৃত ব্যক্তি তাঁদের কর্মী । জানা গিয়েছে, ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় নদিয়ার চাপড়ার একটি বুথে । সেখানেই গুলি চালানোর অভিযোগ ওঠে । ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ।
জানা গিয়েছে, জোট কর্মীদের সঙ্গে তৃণমূলের ঝামেলা হয় । সেইসময়, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঘটনার প্রতিবাদ করেন । এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । গুলি চালানোরও অভিযোগ ওঠে । গুলিবিদ্ধ হন হামজার আলি । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় । একইসঙ্গে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে । বুথের বাইরে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় । চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের ।
আরও পড়ুন, Bengal Panchayat Election: মমতার ভাড়াটে খুনি হয়ে কাজ করছেন রাজীব, ভোটের দিন কটাক্ষ শুভেন্দুর
চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান বলেন, "তৃণমূল সমর্থক ভোটাররা ভোট দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় কংগ্রেসি দুষ্কৃতীরা । সন্ত্রাস করে এলাকা দখল করতে চাইছে তাঁরা।"