প্রত্যেকদিনের মতো রাস্তায় পরপর গাড়ি। আচমকাই বাইক, গাড়িতে ধাক্কা মেরে এগিয়ে গেল একটি ভলভো বাস। তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে পরপর ধাক্কা। ঘটনাটি ঘটেছে নর্থ বেঙ্গালুরুর হেব্বাল ফ্লাইওভারে। ভিডিয়োটি ধরা পড়েছে বাসের মধ্যে থাকা সিসি ক্যামেরায়। এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক।
সিসি ক্যামেরার ভিডিয়োতে ধরা পড়েছে, ড্রাইভার একহাতে বাসের স্টিয়ারিং ধরে ছিলেন। জ্যাম থাকাকালীন একের পর এক গাড়িতে ধাক্কা মারতে দেখা যায় ওই বাসটিকে। প্রথমে পরপর তিনটি বাইককে ধাক্কা মারে। দুজন গুরুতর আহত হন। তারপর একটি গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি ধাক্কা খেয়ে তেরছা হয়ে ঘুরে যায়। তাতেই আটকে যায় বাসটি। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।