আবারও বিতর্কের কেন্দ্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে আবীর খেলায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছেন ওই ছাত্র।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব এবং পৌষ মেলার খ্যাতি জগৎজোড়া। তবে কয়েক বছর যাবত বন্ধ রয়েছে বসন্ত উৎসব। উপাচার্যের দাবি, বসন্ত উৎসবের নামে ক্যাম্পাসে তাণ্ডব করা হয়। তা বিশ্বভারতীর জন্য ক্ষতিকর। সেই কারণে বসন্ত উৎসব বন্ধ থাকলেও এই বছর অনুষ্ঠিত হচ্ছে ‘বসন্ত বন্দনা’। বৃহস্পতিবারে রাতে বৈতালিকের মাধ্যমে শুরু হয়েছে বসন্ত বন্দনা।
বসন্ত উৎসব বন্ধ থাকলেও কিছু পড়ুয়া গৌড় প্রাঙ্গণে আবীর খেলছিলেন। তখন নিরাপত্তারক্ষীরা এসে তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ মারধরে একজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। পড়ুয়াদের দাবি, উপাচার্য নিজে নির্দেশ দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।