৭২ ঘণ্টার মধ্যে অমর্ত্য সেনকে (Amartya Sen) ফের চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati University)। এদিনের চিঠিতে কতটা জমি দখল করে রেখেছেন, তা উল্লেখ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অবিলম্বে সেই জমি ফেরৎ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে ১.৩৮ একর জমি ভোগ করছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আইনতভাবে তাঁর জমির পরিমান ১.২৫ একর। বাকি জমি ফেরত দেওয়ার আবেদন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 'উনি নোবেল প্রাইজ পাননি', বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের জবাবে কেবলই 'হাসলেন' অমর্ত্য বাবু
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি, অমর্ত্য সেনকে চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানানো হয় ১৩ ডেসিবেল জায়গা দখল করে রেখেছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়, এক সমীক্ষার মাধ্যমে বিশ্বভারতীয় বিষয়টি জানতে পেরেছে। অমর্ত্য সেন সরাসরি এই নিয়ে জবাব দেননি।