জমি বিবাদ (Land dispute) নিয়ে বিশ্বভারতীর (Visva Bharati) অবস্থানের বিরোধিতা করায় এক ছাত্রকে শোকজ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাদের দাবি, ওই ছাত্র সমাজমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের বদনামের চেষ্টা করছে । সম্প্রতি, ফেসবুকে পোস্ট করে সোমনাথ সৌ নামে এক ছাত্র বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত নথি প্রকাশের দাবি তোলেন । এরপরই তাঁকে শোকজের নোটিস পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বিশ্বভারতী প্রথম থেকে দাবি করে আসছে, অমর্ত্য সেনের বাবাকে ১.৩৮ নয়, ১.২৫ একর জমি লিজ দেওয়া হয় । এদিকে, বিশ্বভারতীর ওই ছাত্র বিতর্কিত জমির একটি সরকারি নথির ছবি পোস্ট করে জানান, অধ্যাপক সেনের বাবাকে ১.৩৮ একর জমিই লিজ দেওয়া হয়েছিল । তাঁর অভিযোগ, অধ্যাপক সেনকে হেনস্থা করা হচ্ছে । বিশ্বভারতী যা করছে তা একপ্রকার অসভ্যতা । অন্যদিকে, বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, সোমনাথ যে নথি প্রকাশ করেছে, তার সঙ্গে জমির মালিকানা সংক্রান্ত নথিপত্রের কোনও মিল নেই । সোমনাথের পোস্ট 'ভুল তথ্যে ভরা' বলে দাবি করেছেন তাঁরা । সেইসঙ্গে নাম না করে অমর্ত্য সেনের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছে সোমনাথের বিরুদ্ধে ।