চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজোর আয়োজন। এই দৃশ্য দেখা গেল ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসে। এই পুজোর আয়োজন করেন ট্রেনের নিত্যযাত্রীরা। 1998 সালে নিত্যযাত্রীরা এই পুজো শুরু করেছিলেন। এই বছর 25 বছরে পর্দাপণ করলো।
ঢাকের শব্দে ছুটছে এক্সপ্রেস ট্রেন। প্রতি বছর বিশ্বকর্মা পুজোতে এটাই বিশেষত কোলফিল্ড এক্সপ্রেসে। সকালেই ট্রেনের কামড়াকে সাজিয়ে ফেলা হয় বিশ্বকর্মার আরাধনায়। ধানবাদ থেকে এই ট্রেন আসে হাওড়ায়। আর গোটা সফরটা দেবশিল্পীর আরাধনায় মেতে থাকেন নিত্যযাত্রীরা।
গত পঁচিশ বছর ধরেই এই অভিনব পুজো চলছে। মাঝে করোনার জন্য আয়োজনে একটু খামতি দেখা গিয়েছিল। কিন্তু এবার আবার জাঁকজমক ফিরেছে। তবে এবার যাত্রীরা জানিয়েছেন, এবার হয়তো শেষ পুজো করবেন তাঁরা। কারণ, হাওড়ায় গিয়ে এই ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে যায়। তাই অনেক অসুবিধার মধ্য়ে পড়তে হয় তাঁদের।