করোনা অতিমারীর জন্য দীর্ঘদিন বায়ো বাবল বা জৈব বলয়ে থাকতে হয়েছিল ক্রিকেটার সহ ক্রীড়াবিদদের। সেই দিনগুলি কেমন ছিল তা নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। জানালেন, এখনও জৈব বলয়ে থাকার দিনগুলির স্মৃতি তাঁকে তাড়া করে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে গিয়েছেন কোহলি। সেখানেই একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ব্যক্তিগত ভাবে বলতে পারি জৈব বলয়ের মধ্যে থাকা বেশ কঠিন। চার দিকে কত কিছু ঘটে যেগুলো জানা যায় না।" বিরাট জানিয়েছেন, জৈব বলয়ের মধ্যে ক্রিকেট সংক্রান্ত বহু ঘটনাও ঘটে।সেগুলি অনেক পরে সবাই জানতে পারে। বিরাটের কথায়, "সেই পরিস্থিতির মধ্যে কী ভাবে থাকতাম তা কেউ জানে না।’’
জৈব বলয়ে থাকার সময় ক্রিকেটাররা বাইরের কারও সঙ্গে দেখা করতে যেতে পারতেন না৷ অনুশীলনের পর হোটেলের নির্দিষ্ট জায়গার মধ্যেই তাঁদের থাকতে হত। কখনও কখনও এমন বন্দিদশা চলত টানা মাস দুয়েক। এই প্রথম এ নিয়ে মুখ খুললেন বিরাট।
জৈব বলয় নিয়ে আগে নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন রোহিত শর্মাও। তিনি জানান, শুধু কোহলি নন, তাঁরা অনেকেই মানসিক ভাবে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। জৈব বলয় অনেকের মধ্যেই মানসিক ক্লান্তি, একঘেয়েমি তৈরি করেছে।